Wednesday, February 22, 2017
Thursday, February 16, 2017
ইট-Bricks
www.bdcivilinfo.blogspot.com 3:29 PM Bricks, Construction Process, Estimating, Subjective Knowledge No comments
নির্মাণ সামগ্রী হিসেবে ইট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারবহনকারি দেয়াল, পার্টিশন দেয়াল ইত্যাদি তৈরিতে ইট কাজে লাগে। এছাড়া ইট দিয়ে খোয়া তৈরি করা হয়।
তৈরির পদ্ধতি অনুসারে ইটকে তিন ভাগে ভাগ করা যায়
- সাধারণ ইট বা বাংলা ইট
- সিরামিক ইট বা মেশিনে বানানো ইট
- কংক্রিটের তৈরি ইট
সাধারণ ইট বা বাংলা ইট
সাধারণ ইট চার ধরনের হয়-
- প্রথম শ্রেণীর ইট
- দ্বিতীয় শ্রেণীর ইট
- তৃতীয় শ্রেণীর ইট
- ঝামা ইট
১. প্রথম শ্রেণীর ইট
প্রথম শেণীর ইট নিম্নলিখিতবৈশিষ্ট্যসমূহ ধারণ করে
- প্রথম শ্রেণীর ইট একই মাপের হয় এবং রংও একই রকম হয়।
- ভালোমত পোড়ানো হয়।
- হাতুড়ি দিয়ে আঘাত করলে ধাতব শব্দ হয়।
- ইকটি ইট খাড়া অবস্থায় রেখে এর উপর অন্য একটি ইট দিয়ে T এর মতো তৈরি করে ৩.২৮ ফুট বা ১ মিঃ উপর থেকে ফেললে উপরের ইটটি ভাঙ্গবে না।
- নখ দিয়ে বা চাবি দিয়ে ইটের গায়ে দাগ বসানো যাবে না।
- একটি প্রথম শ্রেণীর ইটের আকার ৯.৫”X ৪.৫” X ২.৭৫”।
- একটি প্রথম শ্রেণীর ইটকে ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে ইটটি তার ওজনের ১৫% পরিমাণ পানি শোষণ করে।
২. দ্বিতীয় শ্রেণীর ইট
- দ্বিতীয় শ্রেণীর ইট নিম্নলিখিতবৈশিষ্টসমূহ ধারণ করে
- অনেকটা প্রথম শ্রেণীর মত, ভাল পোড়ানো থাকে তবে একটু বেশি পোড়ানো থাকে।
- দুটি ইট পরস্পর আঘাত করলে ধাতব শব্দ হয় না।
- ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে এর শুষ্ক ওজনের সর্বোচ্চ ২২% এর বেশি পানি শোষণ করবে না।
- ভেঙ্গে ফেলার শক্তি কমপক্ষে ৯০ kg/cm২ হওয়া উচিৎ।
- এর আকার আকৃতি এবং রং কিছুটা অসমান এবং ইটের তলা অমসৃণ থাকে।
৩. তৃতীয় শ্রেণীর ইট
- এই ধরণের ইট অনেকটা কম পোড়ানো থাকে
- সহজে ভেঙ্গে যায় এবং হালকা রংয়ের হয়ে থাকে।
- যখন দুটি ইট একে অপরকে আঘাত করে তখন দুর্বল শব্দ হয়।
- এর আকার আকৃতি খুবই অসমান থাকে।
- ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে এর ওজনের সর্বোচ্চ ২৫% এর বেশি পানি শোষণ করবে না।
৪. অধিক পোড়া বা ঝামা ইট
অধিক পোড়ানোর ফলে এই ইট ফাঁপা হয়ে যায় এবং এর আকার এতটাই বিকৃত হয় যে, সাধারণ নির্মাণ কাজে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এটা সাধারণত খোয়া তৈরিতে ব্যবহার করা হয় যা চুন কংক্রিটের ভিত্তি ও রাস্তার কাজে ব্যবহার করা হয়।
কম পোড়া বা পিলা ইট
কম পোড়া ইটকে সাধারণত পিলা ইট বলে। এগুলো অর্ধেক পোড়া হয় এবং হলদেটে রঙের হয়। এসব ইটের কোন শক্তি থাকে না। তাই এগুলো সুরকি তৈরিতে ব্যবহার করা হয়।
ইট ব্যবহারের সতর্কীকরণ নির্দেশিকা
দীর্ঘস্থায়ী নির্মাণ কাজে সব সময় প্রথম শ্রেণীর ইট ব্যবহার করা উচিৎ। পাকা কাজে অথবা বাড়ির প্রাচীর নির্মাণ কাজে বা অস্থায়ী শেড তৈরির কাজে ২য় ও ৩য় শ্রেণীর ইট ব্যবহার করা যেতে পারে।
ফিল্ড বা সাইটে ইট পরীক্ষা
নিচের পরীক্ষাগুলোর সাহায্যে নির্মাণ স্থলে ভাল ইট শনাক্ত করা যেতে পারে। যেমন-
- প্রথমে একটি ইট নিয়ে এর পিঠে বা তলাতে নখ দিয়ে আচড় দিয়ে হবে, যদি আচড় পড়ে তবে তা খারাপ ইট বলে বিবেচিত হবে, আর না পড়লে ভাল ইট।
- একটি ইট নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে যদি ধাতব শব্দের সৃষ্টি হয় তবে ভাল ইট।
- দুটো ইট হাতে নিয়ে T এর মত একটি অপরটির উপর ধরে ১ মিটার উপর থেকে সমান মাটিতে ফেলতে হবে, ভাল ইট হলে উপরের ইটটি ভাঙ্গবে ন্ই
- যে কোন আকৃতির দেয়াল তৈরিতে।
- মেঝে বা ফ্লোর তৈরিতে।
- আর্চ ও কার্নিশ তৈরিতে।
- খোয়া তৈরিতে।
- সুরকি তৈরিতে যা সাধারণত চুন প্লাষ্টার বা চুন কংক্রিটে ব্যবহার হয়ে থাকে।
ইটের আকৃতি বা সাইজঃ
বাংলাদেশে পি.ডব্লিউ.ডি সিডিউল অনুযায়ী ইটের সাইজ সাধারণত ৯ ১/২ ইঞ্চি X ৪ ১/২ ইঞ্চি X ২ ৩/৪ ইঞ্চি বা (২৩৮ মিমি X ৭০ মিমি) মাপের বাংলা ইট ব্যবহৃত হয়। আরও অনেক আকৃতির ইট আছে তবে এই আকৃতির ইট সবচেয়ে সুবিধা জনক মর্টারসহ উক্ত সাইজ হয় ১০ ইঞ্চি X ৫ ইঞ্চি X ৩ ইঞ্চি (২৫০ মিমি X ১২৫ মিমি X ৭৫ মিমি)।
সিরামিক ইট
এটি অতি উন্নতমানের প্রথম শ্রেণীর ইটের অন্তর্ভূক্ত। এই প্রকার ইট মেশিনে তৈরি করা হয় বলে আকার ও আকৃতি সঠিক ভাবে বজায় রাখা সম্ভব হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্যাস অথবা বিদ্যুতের সাহায্যে পোড়ানোর ফলে এর রঙের সাম্যতা সর্বত্র বজায় থাকে। ফেয়ার ফেস ব্রিক ওয়ার্কে অর্থাৎ আস্তর করা হবে না এমন দেয়াল নির্মানে এই ইট ব্যবহার করা হয়। সিরামিক ইটে ৫৫% বালি, ৩০% অ্যালুমিনিয়াম, ৮য় আয়রণ অক্সাইড, ৫% ম্যাগনেসিয়া ও ১% জৈব পদার্থ থাকতে পারে।
ব্রিক ওয়ার্ক করা সাধারণত সিরামিক ইট দিয়ে এবং এক্ষেত্রে অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করাতে হয়, (বিশেষ করে সিরামিক দিয়ে যারা আগে কাজ করেছে) না হলে ফেয়ার ফেসের সৌন্দর্য নষ্ট হবার সম্ভবনা থাকে।
হলো ব্লক: বাড়ী নির্মানের হলো ব্লক খুবই উপযোগী। হলো ব্লক ব্যবহারে নিম্নলিখিত সুবিদাদি পাওয়া যায়:
- ইটের গাঁথুনির ওজন ৪০ ভাগ কমায় যার ফলে সাশ্রয়ী ডিজাইন সম্ভব হয় পরিবেশ বান্ধব।
- ঘরের আয়তন প্রতি ১০০ বর্গফুটে ৬-১০ বর্গফুট বৃদ্ধি পায়।
- দেয়ালে লোনা ধরে না ও জ্যাম হয় না।
- শব্দ, তাপ, আগুন ও আর্দ্রতা প্রতিরোধক।
- সহজে প্লাষ্টার করা যায় এবং এর পুরুত্ব সাধারণ ইটের চেয়ে অর্ধেক হয় (১২মি:মি:-৬মি:মি)
- ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং এর কাজে সহায়ক।
Monday, February 13, 2017
কনস্ট্রাকশন কাজের টীম সদস্য
www.bdcivilinfo.blogspot.com 12:51 PM Construction Process, Subjective Knowledge No comments
একটি কনস্ট্রাকশন কাজের জন্য নিম্নের মত একটা টীম বা গ্রুপ থাকা জারুরী।
প্রজেক্ট ম্যানেজার : ইনিই প্রজেক্টের প্রধাণ। প্রজেক্ট পরিচালনা ও সঞ্চালনা করে থাকেন এই প্রজেক্ট ম্যানেজার। কন্ট্রাকটার নিয়োগ দেয়া, ওয়ার্ক অর্ডার করা, ট্রেইনিং দেয়া, ইত্যাদি কাজ করা প্রজেক্ট ম্যানেজারের দ্বায়িত্ব
প্রজেক্ট ইঞ্জিনিয়ার: প্রজেক্টে কন্ট্রাকটারদের পরিচালনা করা, কোয়ালিটি দেখা, ট্রেইনিং দেয়া প্রজেক্ট ইঞ্জিনিয়ারের কাজ। মালামালের হিসাব করা এবং প্রজেক্টের কাজের অগ্রগতি ও অবস্থা ম্যানেজারকে নিয়মিত জানানো প্রজেক্ট ইঞ্জিয়ারের কাজ।
সাইট ইঞ্জিনিয়ার: সাইটের কাজের সার্বিত তত্ত্বাবধান করে থাকেন সাইট ইঞ্জিনিয়ার। মালামালের জন্য রিকুইজিশন দেয়া, হিসাব করা, বিল করা, কাজের তদারকি করা সাইট ইঞ্জিনিয়ারের কাজ
স্টোর অফিসার: মালামালের হিসাব রাখা, মালামাল দেয়া ও আনা স্টোর অফিসারের কাজ। সাইট ইঞ্জিনারের প্রয়োজন অনুসারে রিকোইজিশন দেয়াও স্টোর অফিসারের কাজ
সিকিউরিটি গার্ড: সাইটের সিকিউরিটি দেখাশোনা করা। গার্ডের কাজ বেশ গুরুত্বপুর্ণ। এই কাজের জন্য বিশ্বস্ত ও সৎ মানুষ অবশ্যই নিয়োগ দিতে হবে
বাংলাদেশে একটি সম্পত্তি নিবন্ধন করার জন্য ৮ টি ধাপ
www.bdcivilinfo.blogspot.com 12:36 PM Construction Process, Subjective Knowledge, Surveying No comments
১. ভূমি অফিস (ভূমি রাজস্ব অফিস) থেকে মালিকানা অধিকারের রেকর্ড যাচাই করুন, জমির শেষ ট্যাক্স পরিশোধের তারিখ পর্যন্ত
২. ভূমি সহকারী কমিশনার এর অফিস ও নির্দিষ্ট তহশীল অফিসে সম্পত্তির ট্রান্সফার (পরিবর্তন) সার্টিফিকেট এর জন্য আবেদন করুন
৩. আরএস পরিবর্তনের জন্য পরিদর্শনের অনুরোধ করুন - বাধ্যতামূলক, যদি সম্পত্তি ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষ বা রাজউক এর নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও পরীক্ষা করে দেখুন সম্পত্তিটির সব কর সিটি কর্পোরেশন এর রাজস্ব বিভাগ এ পরিশোধ করা আছে কিনা।
৪. সাব রেজিস্ট্রি অফিস এ Non-Encumbrance সার্টিফিকেটের জন্য অনুরোধ করুন - ভূমির আইনি অবস্থা. বিস্তারিত তথ্য প্রদান করার জন্য ভূমি প্রতিবেদনের প্রয়োজন হতে পারে
৫. স্থানান্তর দলিল প্রস্তুত করুন এবং রেজিস্ট্রি অফিস ও দায়িত্বপ্রাপ্ত ব্যাংক এ স্ট্যাম্প ডিউটি পরিশোধ করুন
৬. একটি মনোনীত ব্যাংক এ মূলধনী ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য করের অর্থ প্রদান করুন
৭. রেজিস্ট্রেশন ফি এর জমা রসিদ উপস্থাপন করে মিউনিসিপাল দলিল রেজিস্ট্রি অফিস এ রেজিস্ট্রেশন নথির জন্য আবেদন করুন - ধাপ ৬ দেখুন৷
৮. ভূমি রাজস্ব অফিস এ মালিকানা পরিবর্তনের জন্য নিবন্ধন করুন ও স্থানান্তরের দিন জমির ট্যাক্স পরিশোধ করুন৷
সাইট ইঞ্জিনিয়ারের জন্য গুরুত্বপুর্ণ কয়েকটি উপদেশ
www.bdcivilinfo.blogspot.com 12:27 PM Construction Process, Subjective Knowledge No comments
- 36 মিলি এর চাইতে মোটা রডে ল্যাপিং হবে না।
- চেয়ার এর স্পেসিং (এক চেয়ের থেকে আর এক চেয়ার, উভয়দিকে) সর্বোচ্চ এক মিটার।
- ডাওয়েল বারের সাইজ সর্বনিম্ন 12 মিলি
- চেয়ারের রড 12 মিলি এর নিচে হবে না
- লংবার 0.8% এর কম এবং 6% এর বেশি হবে না ক্রস সেকশনের
- চারকোনা কলামের রড কমপক্ষে 4 টি এবং সার্কুলার কলামে কম্পক্ষে 6 টি থাকতে হবে
- স্ল্যাবের মেইন রড 8 মিলি এর নিচে হবে না। তবে প্লেইন রড 10 মিলি এর নিচে হবে না। ডিস্ট্রিবিউশন রড 8 মিলি এর নিচে হবে না। রড স্লাবের পুরুত্বের আট ভাগের এক ভাগের চেয়ে বড় হবে না। অর্থাৎ স্ল্যাবের থিকনেস 160 মিলি হলে রডের সাইজ 20 মিলি এর বেশি হতে পারবে না
- 125 মিলি এর নিচে স্ল্যাব থিকনেস না হওয়াই ভাল
- কিউবের সাইজ টলারেন্স +2 মিলি। অর্থাৎ কোন দিকেই সাইজ স্ট্যান্ডার্ড থেকে +2 এর বেশি হতে পারবে না
- 1.5 মিটারের বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা যাবে না
- ইটের পানি শোষণ ক্ষমতা 15% এর বেশি হতে পারবে না
- PH এর মান 6 এর নিচে হতে পারবে না
- ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3.5 N/mm2 কম হতে পারবে না
- প্রতি মেট্রিক টন রডে 8 কেজা গুণা তার প্রয়োজন
- কংক্রিট ঢালাইয়ের সময় 100 মিটারের জন্য কমপক্ষে এক সেট সিলিন্ডার টেষ্টের জন্য নিতে হবে
Sunday, February 5, 2017
Thursday, February 2, 2017
Padma Bridge at a glance
www.bdcivilinfo.blogspot.com 1:49 PM Subjective Knowledge 1 comment
* Project : Padma Multi Purpose Bridge
* Nature : Double Deck, Road at upper and Railway at lower
* Location : Mawa Point in Munshiganj to Janjira point in Shariatpur over the river Padma
* Length : 6.15 KM including approach roads in two sides
* Cost : Tk 288 billion, fully GOB funded
* Project completion : 48 Months, from November 2014 to November 2018
* Beneficiary : 50 million people in 22 South-West districts
* Economic viability : 1.2 per cent growth in the GDP
* Total land acquisition : 646.462 acres from inhabitants of the project site and 142.80 acres government's khas land
* Connecting : 14 KM in two sides
* Piling Depth : 383 feet
* Total Piling number : 264
* Pillars : Total 42. In river 40
* River training : 12 KM on both banks