আসুন আজ সেপটিক ট্যাংকের আয়তন নির্ণয় করতে শিখি :
.
.
ধরি,
আমরা ১০০ জন ব্যবহারকারী জন্য সেফটিক ট্যাংক তৈরী করবো...
.
আমাদের দেশে সিউয়েজের সর্বোচ্চ হার গড়ে দৈনিক প্রতিজনের জন্য ৯০ লিটার থেকে ১২০ লিটার পর্যন্ত ধরা হয়।
সুতরাং আমরা ধরি,
জনপ্রতি দৈনিক সর্বোচ্চ সিউয়েজ প্রবাহের হার = ১১০ লিটার।
সুতরাং দৈনিক মোট সিউয়েজের পরিমাণ = (১০০×১১০) = ১১০০০ লিটার।
= ৩৮৮.৪৬ ঘনফুট।
.
অবরোধকাল ধরলাম = ১ দিন।
সুতরাং কক্ষের তরল ধারণ ক্ষমতা = (৩৮৮.৪৬×১) =৩৮৮.৪৬ ঘনফুট।
.
মনেকরি, কক্ষে তরলের গভীরতা = ৪ ফুট।
কক্ষের তলের ক্ষেত্রফল =(৩৮৮.৪৬÷৪)= ৯৭.১১ বর্গফুট।
.
মনেকরি, ট্যাংকের প্রস্থ = B
এবং দৈর্ঘ্য = L =৩B
সুতরাং তলের ক্ষেত্রফল = B×৩B =৩B²
সুতরাং ৩B²= ৯৭.১১
বা, B² =(৯৭.১১÷৩) =৩২.৩৭
বা, B = √৩২.৩৭
সুতরাং B = ৫.৬৮ ফুট
সুতরাং L= ৩B =৩×৫.৬৮ =১৭.০৪ ফুট
.
মুক্ত এলাকার গভীরতা ২.৫০ ফুট ধরা হলে, মোট গভীরতা হবে = (৪+২.৫০)= ৬.৫০ ফুট।
.
সুতরাং সেপটিক ট্যাংকের আয়তন = দৈর্ঘ্য ×প্রস্থ ×গভীরতা
=(১৭.০৪×৫.৬৮×৬.৫০) ফুট।
.
সুতরাং ১০০ জন ব্যবহারকারীর জন্য সেফটিক ট্যাংকের আয়তন হবে = (১৭.০৪×৫.৬৮×৬.৫০) ফুট
.
.
লেখা : Sopnil
0 comments:
Post a Comment