- এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
- এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
- এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট
সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির
প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন
বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন
বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর
পরিমাণ=৩৫%
10. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের
পরিমাণ=১/.১২৭=৮ টি।
11. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের
প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০
টি।
12. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে
333 টি এবং কাঁচা রাস্তায় ১৩.৩৩ ব্যাগ।
13. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট
বহন করে ২০ ব্যাগ
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং
আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ
এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য
(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
17. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের
ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫
কেজি।
18. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল
প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
19. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা
৭৮.৫০ কুইন্টাল
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার
এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
21. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড
এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
22. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০
মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির
অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং
তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং
গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং
ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০
,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং
ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A
কেজি
30. কলামের ক্ষেত্রে ল্যাপিং এর দৈর্ঘ্য হবে 30D
এবং বীমের ক্ষেত্রে 35D
এখানে,
D=রডের ব্যাস,মিমি
ছাদের কাস্টিং হবে 1:2:4 ও ফুটিং এর কাস্টিং
হবে 1:1.5:3
কলামের ক্ষেত্রে গ্রাউন্ড লেভেলের উপরে নূন্যতম
1.5" ও গ্রাউন্ড লেভেলের 2.5" ক্লিয়ার কভারিং
হবে ।
31. ছাদের বিমের টেনশন জোনের হুক ছাড়া
ল্যাপিং 30D ও হুকসহ 60D. এবং কম্প্রেশন জোনের
হুক ছাড়া ল্যাপিং 24D ও হুকসহ 44D
ছাদের প্বার্শক্লিয়ারেন্স=2''এবং নিচের
ক্লিয়ারেন্স=1.5''
0 comments:
Post a Comment