বর্তমানে প্রায় সকল রডই ওয়েল্ডেবল। রডের গায়ে N,R,RW,W অংকিত থাকে বলা যায় এগুলো রডের ম্যনুফ্যকচার ডিসক্রিপশান সংক্ষিপ্তাকারে। এগুলো প্রকৌশলীরাই ধরতে পারে সাধারনরা বোঝেনা। আমি রড নিয়ে দুই পর্বের পোস্ট করেছিলাম তেমন রেসপন্স পাইনি। সেগুলো পড়লে অনেক ধারনা হতো।আসলে বড় পোস্ট দেখলে মেম্বাররা অনিহা প্রকাশ করে সম্ভবত। কিন্তু বোঝানোর জন্য পোস্ট বড় করতে হয়।
বর্তমানে প্রায় রড টিএমটি প্রক্রিয়ায় প্রস্তুত এর মানে হলো থার্মো ম্যকানিক্যল ট্রিটেট বা ট্রিটমেন্ট প্রক্রিয়া অর্থাৎ গরম রডকে ধারাবাহিক গরম ও ঠান্ডা পানি প্রবাহের মাধ্যমে রডের গায়ে স্তর সৃষ্টি করা। বিশদ জানতে আমার পোস্ট দুটো পড়তে অনুরোধ করবো। সব (৬০ গ্রেড+) বর্তমানে ৪০ নেই বললেই চলে। N = Hot rolled deformed bar. R= Hot rolled round bar. RW= Cold drawn ribbed wire. W= Cold drawn round wire. ( low alloy steel). alloy হচ্ছে বিভিন্ন ধাতুর সংকর যা রড প্রস্তুতিতে মিশানো হয় করোশান সহ রডের বিভিন্ন প্রয়োজনীয় চারিত্রিক বৈশিষ্ট দান করা। এই রডের ইল্ড স্টেন্থ ৫০০
Mpa এবং লো- ডাকলিটির যা ৭২.৫+ গ্রেডের। অপরপক্ষে রাউন্ড বার ২৫০ Mpa ও নরমাল ডাকটিলিটির হয়ে থাকে। কোল্ড ড্রন রাউন্ড বার, এই প্রক্রিয়ার রড এর ডায়া কম কিন্তু পীড়ন বহন ক্ষমতা বেশী। লোড কমানো ও বেশী কর্মক্ষমতা আদায় এর লক্ষ। আর D,R,I,L,N,E এই অক্ষর গুলো প্রথমে লিখা থাকে যা দিয়ে D = deformed বারের শেইপ ও সেকশন বোঝায় যেমন - D = deformed ribbed bar
R= round/ plain bar
I= deformed indented bar
L= low ductility
N= Normal Ductility
E= Seismic ( earthquake) ductility এমনটা।
একটা রডের গায়ে লাইন করে কিছু বর্ন লিখা প্রতিটি বর্নের বর্ননা আছে অর্থ আছে যা সাংকেতিক দিয়ে রডে বুঝানো হয়ে থাকে আর এটা হলো সংক্ষিপ্তাকারে রডের সকল বর্ণনা ও ইতিহাস।
0 comments:
Post a Comment