সাধারণতঃ মাটিতে বা নির্মাণ সামগ্রীতে বিভিন্ন লবন সমূহ যেমন-সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদির উপস্থিতি থাকলে নোনা সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারনে নোনা সৃষ্টি হয়ে থাকে।
যেমন-
* মেঝে ও দেয়ালে সঠিক ভাবে সিক্ততা নিরোধক স্তর না বসানোর ফলে।
* সুষ্ঠ পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে।
* পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের সুযোগ না থাকলে।
* গাঠনিক ত্রুটিজনিত কারনে।
* বাড়ী তৈরীর সময় স্বল্প পোড়ানো ইট ব্যবহৃত হলে।
* বাড়ী তৈরীর উপকরণ যেমন- ইট, বালি,সিমেন্ট, পানি প্রভৃতির মধ্যে লবনের পরিমান ২.৫% এর বেশী হওয়ার কারনে।
* প্লাষ্টারের নিচে পানির লাইনের অবস্থান হলে।
* দেয়ালের যে সব অংশে রোদ কম পড়ে সেসব জায়গা অপেক্ষাকৃত ঠান্ডা থাকায় বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানিরূপে দেয়ালে জমা হতে থাকে এবং প্লাষ্টার বা ইটের অভ্যন্তরে যে সব লবন থাকে তা দ্রবীভূত করে ।
এসব বিভিন্ন কারণে স্থাপনায় লোনা ধরে থাকে ।
0 comments:
Post a Comment