আমরা অনেকেই ভবন নির্মাণ নিয়ে মাথা ঘামাই কিন্তু হয়তোবা জানিনা প্রয়োজনীয় নিয়ম-কানুন অথবা কি কি কাগজপএ রাজউকে বা পৌরসভা জমা দিতে হবে। কিংবা কি কি আমাদের করণীয় ভবন নির্মাণের অনুমোদন পাবার ক্ষেএে। নিম্নে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদনের নিয়মাবলীর উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হল :-
.
রাজউকের ক্ষেতে করনীয়:-
১) ভূমি ব্যবহার ছাড়পত্র (নিম্নবর্ণিত ছাড়পত্রের মধ্যে যেটি প্রযোজ্য এবং সার্ভিস চার্জ পরিশোধের রশিদ, ১ কপি প্রস্তাবিত নকশা জমা দিতে হবে ছাড় পএ গ্রহনের ক্ষেএে)
ক) নগর পরিকল্পনা শাখার ছাড়পত্র ব্যক্তি মালিকানাধীন জমির ক্ষেত্রে,
খ) এষ্টেট শাখার ছাড়পত্র রাজউক প্লট/ জমির ক্ষেত্রে,
গ) সংশ্লিষ্ট অফিসের ছাড়পত্র অন্যান্য সরকারী জমি/প্লটের ক্ষেত্রে,
ঘ) বিহদায়তন বা বিশেষ ধরণের প্রকল্পের জন্য বিশেষ প্রকল্প ছাড়পএ (প্রযোজ্য ক্ষেত্রে)
ঙ) নির্মাণ অনুমোদন পএ
চ) বসবাস ও ব্যবহার ছাড়পএ ।
২) উন্নয়ন অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
৩) রাজউক নির্ধারিত ব্যাংক হতে নির্মাণ অনুমোদনপত্র নকশা অনুমোদনের আবেদন ফরম নং-৪০১ (মূল্য টাকা ৩০০) সংগ্রহ করতে হবে ,
৪) দলিল, নামজারী, ভূমি উন্নয়ন কর, ডিসিআর, পর্চা ইত্যাদির কাগজপত্রের সত্যায়িত কপি প্রস্তাবিত ভূমিতে আবেদনকারীর বৈধ মালিকানার স্বপক্ষে দাখিল করতে হবে।
৫) প্রস্তাবিত নকশায় Floor area ratio(FAR) এর হিসাব উল্লেখ করতে হবে।
৬) সংশ্লিষ্ট ব্যাংকে নকশা অনুমোদন শাখা কর্তৃক নির্ধারিত ফি জমা প্রদান করে ব্যাংক রশিদ সংগ্রহ করতে হবে।
৭) ৮ কপি স্থাপত্য নক্সা (প্রণয়নকারী প্রকৌশলী/স্থপতি, মালিক/ডেভলপারের নাম, পেশাজীবি প্রতিষ্ঠানের সদস্য/ নিবন্ধন নম্বর,ঠিকানা ও ফোন নম্বর) উল্লেখ করতে হবে।
৮) ৮ প্রস্থ করে সাইট প্লান, লে-আউট প্লান, ফ্লোর প্লান, পার্কিং প্লান, লম্বা লম্বি ও আড়া আড়ি ২টি সেকশন ও উন্নতি(Elevation)
৯) প্রযোজ্য ক্ষেত্রে সয়েল টেস্ট রিপোর্ট ।
* রাজউকে সাধারণত তিন ধরনের ভূমি চিহ্ন করা হয়-
১ রাজউক প্লট
২ রাজউক অনুমোদিত আবাসিক প্রকল্পেের প্লট
৩ ব্যক্তিমালিকানাধীন প্লট
# রাজউক প্লটে বাড়ি নির্মাণ কারার জন্য আবেদন করতে হবে রাজউকের এস্টেট শাখা থেকে ছাড়পএ নিতে হবে।
# রাজউক প্লট অনুমোদিত বেসরকারি আবাসিক প্রকল্পেের প্লট হলে রাজউক নগর পরিকল্পনা শাখার প্রত্যয়নপএ নিতে হবে।
# ব্যক্তিমালিকানাধীন প্লট হলে রাজউক নগর পরিকল্পনা বিভাগ থেকে ভূমি ব্যবহারের ছাড়পএ নিতে হবে।
.
পৌরসভা নক্সা অনুমোদনের জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজ/দলিলাদি সংযুক্ত করতে হবেঃ
১. BNBC (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) অনুযায়ী কীপ্ল্যান (প্রযোজ্যক্ষেত্রে), সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান, সার্ভিস প্ল্যান, লে-আউট প্ল্যান, ফ্রন্ট ইলেভেশন, সিঁড়ি বরাবর সেকশন, ফাউন্ডেশন প্ল্যান, মৌজা ম্যাপ এবং স্পেসিফিকেশন।
২. নির্মাণ তদারকি কাজে নিয়োজিত প্রকৌশলীর সম্মতিপত্র।
৩. ০৬ (ছয়) ফর্দ নক্সা।
৪. জমির মালিকানা প্রমানের জন্য দলিল, খারিজের পর্চা, ডিসিআর, মাঠ পর্চা, হালসনের ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমানপত্র।
৫. যোগ্যতা সম্পন্ন প্রকৌশলী কর্তৃক মাটির ভার বহন ক্ষমতার সনদ।
৬. ভূমি ছাড়পত্র (প্রযোজ্যক্ষেত্রে)।
৭. জাতীয় পরিচয় পত্রের (ভোটার আইডি কার্ড) ফটোকপি।
৮. প্রতিটি নক্সায় নক্সা প্রণয়নকারীর নাম, ঠিকানা, পদবী, পরিচিতি নম্বর ও যোগাযোগের ঠিকানা থাকতে হবে।
৯. ০৪(চার) তলা পর্যন্ত ইমারতের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলী/ডিপ্লোমা স্থপতি নক্সা প্রনয়ণ করতে পারবে। কিন্তু ০৪ তলার অধিক হলে স্নাতক প্রকৌশলী/স্নাতক স্থপতির স্বাক্ষরসহ নক্সা দাখিল করতে হবে।
১০. ভবনের মালিক ও ভবন সুপারভিশনের দায়িত্বে প্রকৌশলীর অঙ্গীকারনামা।
১১. প্লীস্থ লেভেল পর্যন্ত নির্মাণের পর সুপারভিশন ইঞ্জিনিয়ার এবং ভবনের মালিকের যৌথ স্বাক্ষরের প্রতিবেদন।
১২. প্রতিটি ফ্লোরের ছাদ ঢালাই করার পর মালিক ও সুপারভিশন ইঞ্জিনিয়ারের যৌথ স্বাক্ষরে একটি করে কার্য সম্পাদন প্রতিবেদন।
১৩. নির্মাণ চলাকালীন পার্শ্ববর্তী ভবন, অবকাঠামো এবং জনগণের কোন প্রকার ক্ষতিসাধন করা যাবে না।
১৪. ৭ম বা ততোধিক তলা বিশিষ্ট ইমারতের ক্ষেত্রে ভবনের মালিক/ডেভেলপার Architectural, Structural, Electrical, Plumbing & Fire Fitting নক্সা বিশেষজ্ঞ স্থপতি, প্রকৌশলী অথবা পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদনের মাধ্যমে পৌরসভায় দাখিল করতে হবে।
১৫. ইমারত আংশিক বা সম্পূর্ণ সম্পন্ন হওয়ার পর বসবাস বা ব্যবহার সনদ গ্রহণ করতে হবে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। আবেদনের সাথে নিুলিখিত দলিল এবং নক্সাদি দাখিল করতে হবে।
(ক) সুপারভিশন ইঞ্জিনিয়ার কর্তৃক প্রদত্ত সমাপ্ত প্রতিবেদন।
(খ) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত স্থাপত্য নক্সার ভিত্তিতে নির্মিত ইমারতের নক্সা।
(গ) ইমারত সেবা সংক্রান্ত সকল নক্সা।
(ঘ) ইমারতের নির্মাণ সংক্রান্ত টেষ্ট রিপোর্টঃ সিলিন্ডার টেষ্ট রিপোর্ট এবং রড টেষ্ট রিপোর্টসহ প্রতিবেদন। (প্রযোজ্যক্ষেত্রে)।
আপনাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।
বিল্ডিং এর ডিজাইন ও খুঁটিনাটি বিষয়গুলি সম্বন্দে নতুন নতুন তথ্য পেতে আমাদের মূল পেইজে লাইক দিয়ে নিয়মিত সাথেই থাকুন।।
----------------------------------------------------------------------
নবীন ইঞ্জিনিয়ারদের জন্য পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ
★পোস্টটি শেয়ার করে রেখে দেন যেকোন সময় কাজে আসবে।।
0 comments:
Post a Comment