একটি কনস্ট্রাকশন কাজের জন্য নিম্নের মত একটা টীম বা গ্রুপ থাকা জারুরী।
প্রজেক্ট ম্যানেজার : ইনিই প্রজেক্টের প্রধাণ। প্রজেক্ট পরিচালনা ও সঞ্চালনা করে থাকেন এই প্রজেক্ট ম্যানেজার। কন্ট্রাকটার নিয়োগ দেয়া, ওয়ার্ক অর্ডার করা, ট্রেইনিং দেয়া, ইত্যাদি কাজ করা প্রজেক্ট ম্যানেজারের দ্বায়িত্ব
প্রজেক্ট ইঞ্জিনিয়ার: প্রজেক্টে কন্ট্রাকটারদের পরিচালনা করা, কোয়ালিটি দেখা, ট্রেইনিং দেয়া প্রজেক্ট ইঞ্জিনিয়ারের কাজ। মালামালের হিসাব করা এবং প্রজেক্টের কাজের অগ্রগতি ও অবস্থা ম্যানেজারকে নিয়মিত জানানো প্রজেক্ট ইঞ্জিয়ারের কাজ।
সাইট ইঞ্জিনিয়ার: সাইটের কাজের সার্বিত তত্ত্বাবধান করে থাকেন সাইট ইঞ্জিনিয়ার। মালামালের জন্য রিকুইজিশন দেয়া, হিসাব করা, বিল করা, কাজের তদারকি করা সাইট ইঞ্জিনিয়ারের কাজ
স্টোর অফিসার: মালামালের হিসাব রাখা, মালামাল দেয়া ও আনা স্টোর অফিসারের কাজ। সাইট ইঞ্জিনারের প্রয়োজন অনুসারে রিকোইজিশন দেয়াও স্টোর অফিসারের কাজ
সিকিউরিটি গার্ড: সাইটের সিকিউরিটি দেখাশোনা করা। গার্ডের কাজ বেশ গুরুত্বপুর্ণ। এই কাজের জন্য বিশ্বস্ত ও সৎ মানুষ অবশ্যই নিয়োগ দিতে হবে
0 comments:
Post a Comment