১. টেষ্ট এর নাম উল্লেখসহ “পরিচালক, বিআরটিসি, বুয়েট” বরাবরে চিঠি লেখা (যোগাযোগের জন্য চিঠিতে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/প্রকৌশলীর মোবাইল নম্বরটি লেখা)
২. চিঠিটি বিআরটিসি অফিসে (কাউন্সিল ভবনের নীচ তলা, সংযুক্ত ক্যাম্পাস ম্যাপটি দেখুন) জমা দিয়ে বিআরটিসি নম্বর নেয়া
৩. ল্যাবরেটরীতে টেষ্ট স্যাম্পল জমা দেয়ার সময় স্যাম্পলের গায়ে বিআরটিসি নম্বরটি অবশ্যই লেখা
৪. আপনার টেষ্ট স্যাম্পল সংশ্লিষ্ট ল্যাবরেটরী থেকে রিসিভ করানো
৫. বিআরটিসি নম্বর সহ চিঠিটি টেষ্ট-ইন-চার্জের রুমে (রুম নং ৪০৮, ৪র্থ তলা, পুরকৌশল ভবন) এনে,
- টেষ্ট ফি জেনে নেয়া এবং ব্যাংক ডিপোজিট সিøপ সংগ্রহ করা
- টেষ্ট রিপোর্ট পাওয়ার সম্ভাব্য তারিখ জেনে নেয়া
৬. ব্যাংক ডিপোজিট সিøপটি সোনালী ব্যাংক, বুয়েট শাখায় টাকা জমা দিয়ে রশিদের অংশ সংগ্রহে রাখা এবং চিঠিতে টাকা জমা দেওয়ার স্ক্রল নম্বর সহ অন্যান্য তথ্য (সীল দেওয়া অংশে) পূরণ করে কনক্রিট ল্যাবে রক্ষিত বক্সে চিঠিটি রাখতে হবে।
৭. টাকা জমা দেওয়ার রশিদ দেখিয়ে নির্ধারিত দিনে টেষ্ট রিপোর্ট রুম নং ৪০৮, ৪র্থ তলা, পুরকৌশল ভবন থেকে সংগ্রহ করা (টেষ্ট রিপোর্ট প্রস্তুত আছে কিনা সে বিষয়ে বিআরটিসি নম্বর উল্লেখ করে নিম্নের নম্বরে যোগাযোগ করা যেতে পারে)
৮. টেষ্ট রিপোর্ট পাওয়ার পর পরই রিপোর্টিং এ কোন রকম ভুল ভ্রান্তি আছে কিনা তা ভালভাবে দেখে নেয়া।
যোগাযোগের জন্যঃ
প্রফেসর ডঃ মোঃ সামছুল হক, টেষ্ট-ইন-চার্জ, পুরকৌশল বিভাগ
মোবাইলঃ ০১৮১৯ ৫৫৭৯৬৪
ফোনঃ ৯৬৬ ৫৬৫০-৮০/৭২২৬; ফ্যাক্সঃ ৯৬৬ ৫৬৩৯
বিআরটিসি অফিস সময়সূচী
শনিবার থেকে বুধবার সকাল ৯টা হতে বিকাল ৫টা
বৃহষ্পতিবার সকাল ৯টা হতে দুপুর ১টা
0 comments:
Post a Comment